Wellcome to National Portal

পাতা

কী সেবা কীভাবে পাবেন

প্রদেয় সেবা সমূহঃ

সেবার ধরণঃ

ফিজিওথেরাপি সেবা সমূহঃ

সহায়ক উপকরন (বিনামুল্যে বিতরণ):

1)    শারীরিক প্রতিবন্ধী

1.    মেরুদন্ডে ব্যথা

১. হুইল চেয়ার

2)   মানসিক প্রতিবন্ধী

২. কোমরে ব্যথা

২. ট্রাই সাইকেল

3)   শ্রবণ ও বাক প্রতিবন্ধী

৩. হাত-পা ঝিন ঝিন করা

৩. ক্র্যাচ

4)    শ্রবন ও দৃষ্টি প্রতিবন্ধী

৪. আঘাত জনিত ব্যথা

৪. স্ট্যান্ডিং ফ্রেম

5)   বুদ্ধি প্রতিবন্ধী

৫. সাইয়াটিক ব্যথা

৫. হেয়ারিং এইড

6)   অটিজম

৬. হাত-পা অবশ হওয়া

৬. ওয়াকিং ফ্রেম

 ৭)প্রতিবন্ধিতার ধরণ নির্ণয়

৭. হাড় ক্ষয় হওয়া

৭. সাদা ছড়ি

৮) ভাষা শিখন

৮. মুখ বাঁকা হওয়া

৮. এলবো ক্র্যাচ ইত্যাদি।

৯)সচেতনতা কার্যক্রম

৯. হাত-পা শুকিয়ে যাওয়া

 

 

১০. স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি

 

 

১১. সকল ধরণের বাথ, ব্যথা ও প্যারালাইসিস 

 

 

১২. হাটুতে ব্যথা

 

 

১৩.ঘাড়ে ব্যথা ইত্যাদি।

 

 

এছাড়াও যে সকল সেবা প্রদান করা হয়ঃ

Ø        কান ও চোখের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

Ø        অকুপেশনাল থেরাপির মাধ্যমে রোগীকে স্বাবলম্বী করে তোলা হয়।